
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪শে ডিসেম্বর) বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী গ্রামের মাঝামাঝি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। দুপুর তিনটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবরিদলের দুই সদস্য নদীতে তল্লাশী করে নিখোঁজ ওই শ্রমিকের কোন খোঁজ করতে পারেননি। আজকের মত ডুবরীদলের সদস্যরা তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছেন।
নিখোঁজ ওই শ্রমিকের নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা।
ওই নিখোঁজ শ্রমিকের খালু আবুল সরকার জানান, আরিফ ওই বল্কগেটে সুকানী না থাকায় বাড়িতে গেছে তার পরিবর্তে বদলি কাজ করতেন। তিনি গতকাল বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতা বশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্য বিশিষ্ট ডুবরী দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশী করে আরিফকে উদ্ধার করতে ব্যর্থ হন। সন্ধ্যা নামায় আজকের মত উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে দমকল বাহিনীর ডুবরি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। তকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।
























