
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর জন্য ০৬টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। এছাড়া শিল্প পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ জেলা ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিপুল সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেএমইএ কর্তৃক হস্তান্তরকৃত এসব পুলিশ ভ্যান নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিরাপত্তাহীনতার অভিযোগ থাকলে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তার কারণ জানা যাবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে ওসমান হাদির ভূমিকার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠান চলাকালে বিকেএমইএ নেতারা নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজটের কথা তুলে ধরে তা নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানান।
অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিকেএমইএ গেইটে নিউ জেনারেশন বাংলাদেশ (এনজিবি) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাত দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন।

























