
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
২৩ নভেম্বর (রোববার) সকাল সাড়ে ৫টার দিকে হাটহাজারী খাগড়াছড়ি ও রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের চাঁনগাজী চৌধুরী বাড়ির ও হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ইউসুফ এর পুত্র ইফতেখার রাহাত এবং ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র আবিদুল হাসান।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে লালিয়ারহাট এলাকা অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাটি (চট্ট মেট্টো -থ ১৩-৮২২৪) দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে রাহাত এবং আবিদুল হাসানের মৃত্যু হয়।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ বলে, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি।দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
























