
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা বিএনপির একাংশ ২১ নভেম্বরে শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত নয়ামাটি মার্কাস মসজিদ থেকে শিবু মার্কেট হয়ে রামারবাগ শাহী মসজিদ পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।কার্যক্রমের নেতৃত্ব দেন বিএনপির প্রার্থী ও কার্যকরী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আলম। এ সময় জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, এম. এ. আকবর, এনায়েত নগর ইউনিয়ন সভাপতি আব্বাস আলী বাবুল, কুতুবপুর ইউনিয়ন সভাপতি আবু তাহের মোল্লা, জেলা সদস্য মোঃ একরামুল কবির মামুন ও নাহিদ হাসান মিঠুনসহ প্রায় ২০০০–২৫০০ জন নেতাকর্মী অংশ নেন।গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে নেতারা ফতুল্লার উন্নয়নের জন্য ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীরা স্লোগান দেন, “শাহ আলম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শাহ আলম ভাই যোগ্য লোক, আমরা তাকে দেবো ভোট।”উক্ত কর্মসূচি এলাকায় বিএনপির সক্রিয় উপস্থিতি ও সমর্থন বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
























