
শওকত আলম, কক্সবাজার:
সীমান্তবর্তী জেলা কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের ঘটনায় র্যাব-১৫ এর অভিযানে এক কলেজছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাতের অভিযানে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ার একটি বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম হাসান শরীফ (২৪), পিতা তাহসিন, টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৯ নভেম্বর বিকাল ৫টার দিকে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৪-৫ জন অপহরণকারী মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।
পরিবার দীর্ঘ সময় তাকে না পেয়ে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। এ সময় অপহরণকারীরা ফোনে হাসানের মাকে হত্যার হুমকি দিয়ে ত্রিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পরপরই ভিকটিমের পরিবার র্যাব-১৫, কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে গিয়ে সহযোগিতা চায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ায় অভিযান চালায়। অভিযানে কালুর বসতঘর থেকে হাসান শরীফকে জীবিত উদ্ধার করা হয়। তবে অপহরণকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় হাসান শরীফ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
সীমান্ত এলাকায় বেড়ে চলা অস্ত্র, মাদক, অপহরণ ও মানবপাচার রোধে র্যাব-১৫ এর এ অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
























