
রাশেদ আহমেদ, মৌলভীবাজার:
গতকাল ১১ নভেম্বর, রোজ মঙ্গলবার মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন-এর সঙ্গে মৌলভীবাজার জেলা সাইবার ইউজার দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তিনি জেলা সাইবার ইউজার দলের সকল নেতা-কর্মীদের আরও সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য, যুক্তি ও রাজনৈতিক শুদ্ধাচার বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।
আব্দুর রহিম রিপন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন রূপরেখা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন,
“এই ৩১ দফা রূপরেখা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানুষের অধিকারসম্মত রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবিক পরিকল্পনা।”
তিনি দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান— এই রূপরেখার মূল বার্তা জনগণের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে এবং অনলাইনে দলের আদর্শ ও অর্জন তুলে ধরতে।
সাক্ষাৎ শেষে জেলা সাইবার ইউজার দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মানিত সদস্য সচিব আব্দুর রহিম রিপন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাইবার ইউজার দলের সভাপতি সামুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক ফয়ছল নাহিদ রহমানসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দ তাঁর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমাদের অঙ্গীকার
- সত্য ও যুক্তির পক্ষে কাজ করা
দলের সুনাম ও আদর্শ রক্ষা করা
তারেক রহমানের ৩১ দফা রূপরেখা মানুষের কাছে পৌঁছে দেওয়া
দেশ ও গণতন্ত্রের পক্ষে অটল থাকা

























