
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে (১২ নভেম্বর ২০২৫) রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে জালকুড়ি আন্ডারপাস ঘুরে ফতুল্লা স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার এবং ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী। বিক্ষোভে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তা প্রতিহতের ঘোষণা দেন।

























