
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ডে অবস্থিত বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ নূরানী ইবতেদায়ী মাদ্রাসা, দক্ষিণ রূপকানিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দক্ষিণ রূপকানিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার অন্যতম সামাজিক সংগঠন ডিফেন্ডার্স অব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা রিদুয়ানুল কবির শিবলু, আজিজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ নূরানী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ, হাফেজ মিজানুর রহমান, হাফেজ নাছির উদ্দিন, হাফেজ হেলাল উদ্দিন সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের সিনিয়র ও জুনিয়র সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে বিদ্যালয় ও মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি অত্র মাদ্রাসার শিক্ষকদের জন্যও উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ ইসহাক তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষিত সমাজই পারে দেশের উন্নয়নের চালিকাশক্তি হতে। এধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা অর্জনের পথে উৎসাহিত করবে।
শিক্ষা উপকরণ বিতরণের সময় শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। তারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিজ্ঞা ব্যক্ত করে- নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে একজন ভালো মানুষ হয়ে সমাজে অবদান রাখবে।

























