
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারে আবারও ঘটলো ন্যাক্কারজনক এক গণধর্ষণের ঘটনা। ২৪ বছর বয়সী এক নারীকে কলা বাগানে নিয়ে ধর্ষণ করেছে চার যুবক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই নারী চাকরির খোঁজে শ্যামপুর এলাকার একটি কারখানায় যান। কাজের বিষয়ে কথা বলে বাসায় ফেরার সময় ঝাউচর এলাকায় পৌঁছালে হঠাৎ তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পাশের একটি কলা বাগানে নিয়ে যায় চার যুবক। সেখানে দক্ষিণ মেইটা এলাকার শরীফ হোসেন, আবুল কাসেম, ঝাউচর উত্তরপাড়ার রাসেল ও দক্ষিণ মেইটার সোহাগ মিয়া মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের সময় ওই নারী প্রাণপণ চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত সরে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
রাতে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় গিয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে নামে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, এ ঘটনায় জড়িত তিনজন—শরীফ হোসেন, আবুল কাসেম ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি সোহাগ মিয়াকে ধরতে অভিযান চলছে।
পরে পুলিশ ভুক্তভোগীকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুততম সময়ে অবশিষ্ট আসামিকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ঝাউচর ও আশপাশের এলাকায় আগে থেকেই অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল, কিন্তু যথাযথ নজরদারির অভাবে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটলো।