
মো. ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে দুই সন্তানের জননী মানুষিক অসুস্থ্য আকলিমা আক্তার (৩৪) পৈত্রিক নিবাস বড়ইবাড়ী থেকে নিখোজ হয়েছে। ১২ দিন অতিবাহিত হলেও মেয়ের খোঁজ না পাওয়ায় আকলিমার পিতা-মাতা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এব্যাপারে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
অভিযোগে জানাযায়, উপজেলার চাপাইর ইউনিয়নে বড়ইবাড়ী গ্রামের মো. শাহজাহান খন্দকারের মেয়ে মানষিক অসুস্থ্য আকলিমা আক্তার (৩৪) নিখোঁজ হয়েছে। সে কয়েক মাস আগে চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় এক পোশাক কারখানায় চাকুরীরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়ে। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার ঢাকায় মানসিক ডাক্তারের অধিনে চিকিৎসা চলমান রয়েছে। হঠাৎ আকলিমা আক্তার (৩৪) মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের পর পৈত্রিক নিবাস বড়ইবাড়ী থেকে নিখোঁজ হয়েছে। তার ১৫ বছর ও ১২ বছর বয়সী দুই কন্যা সন্তান দাদার বাড়ী রংপুরে রয়েছে। এদিকে নিকট আত্মীয় স্বজনের সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও ১২ দিন অতিবাহিত হলেও নিখোঁজ মেয়ে আকলিমাকে না পেয়ে পিতা শাহজাহান খন্দকার মা মিনারা বেগম উদ্বেগ ও উৎকণ্ঠায় পাগল প্রায় হয়ে গেছে। নিখোঁজ আকলিমার গায়ের রং ফর্সা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মাথার চুল লম্বা, পড়নে ছিল জিন্সের প্যান্ট ও সলোয়ার কামিজ। মেয়ের সন্ধানদাতাকে পিতা শাহজাহান খন্দকার (মোবাইল নম্বরঃ ০১৮৪৬৪৯৬৬৯৯) দশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেছেন। এব্যাপারে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে, যাহার নং ২১১, তারিখ: ০৩.০৯.২০২৫ ইং।
কালিয়াকৈর থানার এস.আই শরিফ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ আকলিমা একজন মানসিক রোগী। তাকে উদ্ধারের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি।