
তৌহিদ বেলাল, কক্সবাজার:
হাইকোর্টের আদেশ মোতাবেক বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে সকল ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্থায়ীভাবে ড্রেজার বেইজ স্থাপনসহ বাঁকখালী নদীকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বাঁকখালী নদী দূষণমুক্ত রাখতে কক্সবাজারের হোটেল-মোটেলগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজারের প্রধান নদী বাঁকখালীকে দখল-দূষণমুক্ত করণের লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন।
এর আগে শনিবার (৩০ আগস্ট) সকালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।