
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম: সাতকানিয়ায় ডিগ্রীহীন ও ডিপ্লোমা ডিগ্রিধারী দাঁতের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডেন্টাল কেয়ারকে ১ লক্ষ্য ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় দুটি ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলার সদরে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে তিনজনকে ১ লক্ষ্য ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারায় পৌরসভাস্থ মিজান ডেন্টাল কেয়ারের মালিক ও ডেন্টিস্ট পরিচয় দানকারী মিজানুর রহমান চৌধুরীকে ১ লক্ষ টাকা জরিমানা ও ক্লিনিক বন্ধ করে দেয়া হয়, জননী ডেন্টালের মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, মর্ডান ডেন্টালের অভিজ্ঞ ডেন্টিস্ট পরিচয় দানকারী তাজুদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। আলিফ ক্লিনিকের পরিবেশ সন্তোষজনক মর্মে প্রতীয়মান হওয়ায় তাদের ধন্যবাদ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।