
ইসমাইল ইমন, চট্টগ্রাম:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘অনেকেই অনেক কথা বলে, চৌধুরী পরিবারের আসল শক্তি হলো নারায়ে তাকবির, আল্লাহু আকবর।’
বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান চত্বরে ১১নং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব করেন।
হুমাম কাদের চৌধুরী ‘নারায়ে তাকবির’ স্লোগানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাকে নেতাকর্মীরা তাকবির দিতে বলা হচ্ছে। কিন্তু আমি বলছি, এটা শুধু আমার তাকবির নয়, এটা প্রতিটি মুসলমানের তাকবির। তবে এখন থেকে দুইটা স্লোগান দিতে হবে, ‘জিয়ার সৈনিক’ আর ‘নারায়ে তাকবির’।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রার্থী যেই হোন না কেন, আমাদের দায়িত্ব একটাই—বিএনপির প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠানো। এজন্য আমার ও আমার দলের পাশে দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করতে হবে আপনাদের। আমরা যদি একসাথে থাকি, একে অপরের পাশে দাঁড়াই, আমাদের হারানোর কেউ থাকবে না।’
এসময় বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে হুমাম বলেন, ‘আজ আপনাদের দেখে মনে হলো আমি এতিম নই, আমি বাবা হারাইনি। আজ আমার পরিবার আমার সামনে দাঁড়িয়ে আছে।’
বাবার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভুলে যাইনি, যেই ব্যাক্তি প্রথম বার বলেছিল ‘বাংলাদেশের জনগণ দিল্লির কাছে মাথা নত কোন সময় করবেনা। বাংলাদেশের মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করবে। আমাদের কপাল খারাপ সেই মানুষটিকে শেখ হাসিনা হত্যা করে ফেললো। আজকে আমি সেই কথাটিকে একটু সংশোধন করে দিতে চাই, ‘রাঙ্গুনিয়ার মানুষ, রাঙ্গুনিয়ার ভবিষ্যৎ তারা নিজেরা ঠিক করবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা যুবকেরা যারা এখানে এসেছেন, মুরব্বিদের একবার জিজ্ঞেস করেন, সকলে বলবে সালাউদ্দিন কাদের চৌধুরী ‘বাঘ ছিল বাঘ’, বাঘের গর্জন তাঁরা শুনেছে। আপনার যারা জোয়ান আছেন, আপনারা দেখেছেন, যে চৌধুরীর ছেলে মাথা ঠান্ডা রেখে কাজ করে, মাথা ঠান্ডা রেখে বক্তব্য রাখে। বহু হয়েছে ঠান্ডা, ঠান্ডা রাজনীতি, এখন গরম দেখাতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে নমিনেশন দিক বা না দিক, আমি দলে থাকি বা না থাকি, আমি বেঁচে থাকি বা না থাকি—ওয়াদা করে যাচ্ছি, আমার পরিবার সারাজীবন এই রাঙ্গুনিয়ার গোলামী করে যাবে।’
সম্প্রতিক ‘রাউজান না রাঙ্গুনিয়া’ স্লোগানের রেশ টেনে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আপনারা যারা এখানে আছেন, বিএনপির প্রোগ্রামে গেলে আপনাদের ‘টিটকারি’ মারা হয়, ‘রাউজান না রাঙ্গুনিয়া’। আমি আজকে বলে যাচ্ছি, রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া। বলে যাচ্ছি, এখানে বাইরের মানুষদের রাজনীতি করার আর কোন সম্ভাবনা নেই। ‘বাবাজান’ আঠারো বছর বয়স থেকে আমি রাঙ্গুনিয়ার ভোটার। মোকাবিলা যদি করতে হয়, সামনাসামনি করো, টিটকারি যদি মারতে হয়, সামনাসামনি করে দেখো।’
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘যদি মনে হয় বিএনপির কোনো নেতা আপনার কাছ থেকে চাঁদা চেয়েছে, তবে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এর শাস্তি আমি নিজেই দেব। দল হয়তো বহিষ্কার করবে, কিন্তু আমি খালি বহিষ্কার করব না—চোখে চোখ রেখে বলতে হবে কে চাঁদা চেয়েছে, তারপর পরিস্থিতি কী হবে আপনারাই জানবেন।’
তিনি বলেন, ‘অনেকেই বলে ভাইয়া চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলছি, আমি একশন নেব না—আপনারাই ব্যবস্থা নেবেন। এটা আপনাদের দায়িত্ব।’
আওয়ামী লীগে মাথাচাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে এখানে বহু ধরনের ষড়যন্ত্র শোনচ্ছি, শোনচ্ছি আওয়ামী লীগ নাকি আবার গর্ত থেকে মাথা বের করেছে। বহুত সুযোগ সুবিধা নিয়েছে, আওয়ামী লীগের মানুষরা হঠাৎ করে দেখি, নদীরপাড়ে মুজিবকোট খুলে পাঞ্জাবি পড়ে আমাদের মাঝে চলে আসার চেষ্টা করছে। গত ১৬ বছর এত অত্যাচার করেছে আমাদের ওপরে, সবগুলো চেহারা আমরা চিনি। আওয়ামী কোট খুলে কোন লাভ হবেনা, কবরে পাঠানোর সময়ও ঐ আওয়ামী কোট পড়ে পাঠাবো। এই আওয়ামী লীগের ব্যাক্তিরা সিদ্ধান্ত নিয়েছে যে, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর রাঙ্গুনিয়াতে হবেনা’ আপনারা কি এদেরকে মাফ করবেন? ইনশাআল্লাহ বিচার সবকিছুর হবে, বিচার হতেই হবে।’
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক বাবুল মাস্টারের সভাপতিত্বে এবং নাছের উদ্দিন, মো. ইরফান ও সাজ্জাদ হোসেন খোকার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. কামাল হোসেন, যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি. সহসভাপতি ইউসুফ চৌধুরী, নুরুল আমিন চেয়ারম্যান, ফজলুল করিম মিনা, মুহাম্মদ হোসেন চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, খোরশেদ আলম, একতিয়ার হোসেন, মসিহউল্লা, ওয়াকিল আহমদ, নাসির উদ্দীন নসু, ভিপি আনিছুর উদ্দিন, ফারুকুল ইসলাম, দিদারুল আলম, আবু বক্কর ও হেলাল উদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।