
দৈনিক আজকের বাংলা ডেস্ক,
সিঙ্গাপুরের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দ্য সালভেশন আর্মি’-এর ফান্ডরেইজিং অনুষ্ঠানে রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমের বিশেষ আমন্ত্রণে যোগ দিলেন বাংলাদেশি প্রবাসী কবি ও শিল্পী মো. মুকুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের ফার্স্ট লেডিসহ বিশিষ্টজনেরা।
কর্মজীবন শুরু করেছিলেন নির্মাণ শ্রমিক হিসেবে। আজ তিনি পরিচিত একজন কবি, চিত্রশিল্পী ও মানবিক কর্মী হিসেবে। মঞ্চে পরিবেশন করা হয় তাঁর লেখা, সুর ও কণ্ঠে ধারণ করা গান ‘ও সিঙ্গাপুর’। একই সঙ্গে উন্মোচন করা হয় তাঁর আঁকা চিত্রকর্ম ‘Through the Woods’, যা পরে নিলামে বিক্রি হয় সমাজসেবামূলক কাজে ব্যবহারের জন্য।
অনুষ্ঠানে মুকুল হোসেন রাষ্ট্রপতির হাতে নিজ লেখা গানের লিরিক বাঁধাই করে তুলে দেন। রাষ্ট্রপতি থারমান বলেন, “তোমাকে আমরা নতুনভাবে দেখছি। তুমি আমাদের দেশের জন্য এক অনন্য অবদান রেখেছ।”
এর আগে তাঁর লেখা দুটি ইংরেজি কবিতার বই—‘Me Migrant’ (২০১৬) ও ‘Braving Life’ (২০১৭)—সিঙ্গাপুরের সাহিত্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। সেই সঙ্গে তিনি প্রবাসীদের জন্য কাজ করছেন নানা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে।
মুকুল হোসেন বলেন, “শিল্পের মাধ্যমে মানুষের জীবনে আলো ছড়াতে পেরে আমি গর্বিত। রাষ্ট্রপতির সামনে আমার গান ও শিল্পকর্ম প্রদর্শিত হওয়া আমার জীবনের এক ঐতিহাসিক মুহূর্ত।”
তিনি প্রমাণ করেছেন, প্রবাস শুধু রেমিট্যান্সের উৎস নয়—প্রবাস হতে পারে এক জীবন্ত সংস্কৃতির বার্তাবাহক।