
চঞ্চল,
অস্ট্রেলিয়ার লোভনীয় ভিসার ফাঁদে ফেলে লালমনিরহাটের এক ব্যক্তির কাছ থেকে সোয়া পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। তবে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের –ডিবি– হস্তক্ষেপে পুরো টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে।
লালমনিরহাট সদরের খোর্দ্দ সাপাটানা এলাকার বাসিন্দা একরামুল হক –৩৭– জানান, গত জানুয়ারি মাসে শরীফ খান নামে এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে ফোন করে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার কথা বলে। পরে তার দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে তিনি ধাপে ধাপে মোট ৫,২৮,৭০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর তাকে ভুয়া ভিসা ও কাগজপত্র দেওয়া হয়।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি গত ১৫ই জুলাই পুলিশ সুপারের শরণাপন্ন হন। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ দ্রুততার সাথে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে।
আজ রবিবার ডিবি পুলিশ উদ্ধারকৃত সম্পূর্ণ টাকা ভুক্তভোগী একরামুল হকের কাছে হস্তান্তর করেছে। পরিবার। এই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, ওসি ডিবি লালমনিরহাট সাদ আহম্মেদ ও ডিবি টিমের সদস্যবৃন্দ।
অল্প সময়ের মধ্যে টাকা ফেরত পাওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন একরামুল হক।