
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা ও রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম বিএসসিকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কামরুল ইসলাম বিএসসি রামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এ ছাড়াও তিনি রামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান গোপন সংবাদের ভিত্তিতে কামরুল ইসলামকে পানপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ছাত্র হত্যা, তারেক রহমানকে কটুক্তি ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।