
মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় গতকাল সোমবার (৭ জুলাই) বেলা ৩টার দিকে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে একাধিক বসতবাড়ি ও দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
ভাঙনে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানঘর হারানো ১৬ জন ব্যবসায়ীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এছাড়া, ভাঙনের শিকার প্রায় ৩০টি পরিবারের মাঝে রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব করে পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে। ভাঙনকবলিত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্তরা তাৎক্ষণিক এই সহযোগিতায় কিছুটা স্বস্তি পেলেও স্থায়ী সমাধানের জন্য পদ্মার ভাঙন রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগের দাবি জানিয়েছেন।