
দৈনিক আজকের বাংলা ডেস্ক:
বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করছে। গত বছরের গণঅভ্যুত্থানের পর থেকে দেশের রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।
সদ্য শেষ হওয়া জুন মাসের মতোই চলতি জুলাই মাসেও প্রবাসী আয় ভালো ধারা দেখাচ্ছে। জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ৩৭১ মিলিয়নের থেকে প্রায় ১৫.৩৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স। যা আগের অর্থবছর ২৩.৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬.৮০ শতাংশ বেশি।
এভাবেই প্রবাসী আয় দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলছে, যা আগামী দিনের উন্নয়নের জন্য আশার সুত্রপাত।