
ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নের কালাচান মোড় নামক স্থানে আজ রবিবার আনুমানিক ১১:০০ ঘটিকার সময় ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা হয়।
দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মোঃ করিম আলী (৩৫) ছেলে মোঃ সোহান হোসেন (১২) স্থানীয় সূত্রে জানা যায় কালাচান মোড়ে একটি হাফিজিয়া মাদ্রাসা পড়তো ছেলেটি, রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল হঠাৎ দ্রুতগামী একটি অটো এসে তার উপর দিয়ে গাড়ি তুলে দেয়,ঘটনাস্থলেই গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে অটো চালকের অটোতে করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খবর শোনার পরেই অটোচালক অটো রেখে পালিয়ে যায় ।ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনার খবর পেয়ে লাশের শ্রুতাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।