
মনির হোসেন বরিশাল
উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে জমিজমার সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার ১ জুলাই, মধ্যরাতে উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামে খৃষ্টান পল্লীতে গভীর রাতে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এই ঘটনাকে পুঁজি করে প্রতিপক্ষকে ফাঁসাতে মরিয়া হয়ে লেগেছে একটি কুচক্রী মহল প্রতিপক্ষ। ঘটনার বিবরনে জানা যায়, একই পল্লীর বাসিন্দা আলো মধু নামে এক খ্রিস্টান ব্যক্তি স্থানীয় ইলা ডরথি খান কাছ থেকে ৬ বছর পূর্বে এক একর সাড়ে ৬ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে সয়মন বারই একটি জাল দলিল করে আলো মধুর সাথে দ্বন্দ্বে বিতর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনাকে পুজি করে একটি স্থানীয় কুচক্রী মহল প্রতিপক্ষকে ঘায়েল করার পাঁয়তারা চালাচ্ছে। তথ্য অনুসন্ধানে এ ঘটনায় একই এলাকার মুসলিম সম্প্রদায়ের মঞ্জু ব্যাপারী নামে এক ব্যক্তির ঘটনার ৪-৫ দিন পূর্বে তার হারানো মোবাইল খ্রিস্টান পল্লীতে কে বা কারা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মঞ্জু বেপারী ও এলাকার জনসাধারণ। এ ব্যাপারে ওই ইউনিয়নের বিএনপি’ নেতা মোহাম্মদ আব্দুর রহিম বাহাদুর এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা জানি কিছুদিন পূর্বে মঞ্জুর ইসলামের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। ওই মোবাইল খ্রিস্টান পল্লীতে অগ্নি সংযোগের ঘটনা স্থলে রেখে যায়। সেই সূত্র ধরে মনজুরুল ইসলাম বেপারীকে প্রতিহিংসার জের হিসাবে তাকে জড়ানোর পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে জমি ক্রেতা আলো মধুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এবং আমার স্বামী ফ্রান্সেস মধু দুজনই ঢাকাস্থ্য আমেরিকান এম্বাসিতে চাকরি করি। বিগত ৬ বছর পূর্বে আমাদের সম্প্রদায়ের ইলা ডরথির কাছ থেকে কিছু জমি দলিল করি। এর জের হিসাবে সয়মন বারই ঈর্ষান্বিত হয়ে তার স্ত্রী অথরা বারইকে দিয়ে মিথ্যা ঘটনা রটিয়ে আমাদেরকে ফাঁসানোর জন্য প্রশাসনসহ বিভিন্ন মহলে তদবির ও দৌড়ঝাপ শুরু করেছেন। এই ঘটনা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যাপক ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুস সালাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।