
রাহাত শরীফ, টাঙ্গাইল
২১ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতভর ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার অন্তত ১১টি ইউনিয়নের নানা গ্রামে গভীর রাতে মসজিদের মাইক ব্যবহার করে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত একদল ডাকাত গ্রামে ঢুকেছে বলে গুঞ্জন ওঠে। এরপরই প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদ থেকে ঘোষণা দেয়া হয়—
“সতর্ক থাকুন, গ্রামে ডাকাত ঢুকেছে। সবাই ঘর থেকে বের হয়ে পাহারায় থাকুন।”
এতে রাতভর সাধারণ মানুষ লাঠিসোঁটা হাতে রাস্তায় টহল দেয়। কেউ কেউ আগুন জ্বালিয়ে পাহারার ব্যবস্থা করেন।
তবে এখনো পর্যন্ত কোথাও ডাকাতির সুনির্দিষ্ট ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।