
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজহার উদ্দিন(৪৮)কে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সোমবার (১২ মে) দিবাগত রাত কেরানিহাট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছর জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত মোঃ আজহার উদ্দিন উপজেলার ছদাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি মৌলানা ছগির শাহ পাড়ার মোঃ আবু তাহেরের ছেলে।
জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ আজহার উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২২ সালে ছদাহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে তাঁর বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দায়ের, ভোটকেন্দ্র দখল, এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নিজ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধভাবে মাটির ব্যবসা সাথে জড়িত ছিলেন বলেও জানা গেছে। সর্বশেষ ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট স্টেশনে অভিযান চালিয়ে ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজহার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।