
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে আদালতের রায় উপেক্ষা করে এক কৃষকের জমির মাটি লুট করে নিচ্ছে মাটিখেকুরা। রাতের আধারে অবৈধ ভাবে গর্ত করে মাটি কেটে অন্যত্র পাচারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই কৃষক পরিবার।
জেলার কালিয়াকৈর উপজেলাধীন শাহবাজপুর গ্রামের বাসিন্দা তসলিম রানার মালিকানাধীন ওই কৃষিজমি ও একটি মাছের খামারের আইলসহ জমির মাটি কেটে বিক্রি করছেন ওই এলাকার এক মাটি ব্যবসায়ী জুলফিকার আলী। জমি রক্ষায় ভুক্তভোগী তসলিম প্রশাসনের সহায়তা নিয়েও ব্যার্থ হচ্ছেন।
জানা যায়, কয়েকদিন আগে ওই জমিতে মাটি কাটা বন্ধে আদালত একটি নিষেধাজ্ঞা দেন। তবে আদালতের নিষেধাজ্ঞা অবমাননা করে দেদারসে মাটি কেটে নেন মাটি ব্যবসায়ী জুলফিকার। বিষয়টি জানতে পেরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে হস্তক্ষেও করেন।
কৃষক তসলিম বলেন, ওই জমিতে আমি মাছ চাষ করে জীবীকা নির্বাহ করি। আমাকে মারধরের ভয়ভীতি দেখিয়ে রাতের আধারে মাটি লুট করে নিচ্ছে জুলফিকার। তবে এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাটি ব্যবসায়ী। তিনি বলেন, আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষেধ করার পরে আমি কোন মাটি খনন করিনি।
এ বিষয়ে কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, বিষয়টিতে আমি অবগত। অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে আমি সেখানে লোক পাঠিয়ে মাটির গাড়ি বন্ধ করে দিয়েছি। তারপরেও যদি তারা মাটি কাটে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।