
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
পরিবেশ আইন লঙ্ঘন করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে বিঘা এলাকায় কালু মাঝির ছেলের মেসার্স মোরশেদ ম্যানুফ্যকচার নামে ব্রিকসের মাটি দিয়ে দীর্ঘদিন ধরে ব্রিজের মুখ ভরাট করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। ফলে এই এলাকায়
বর্ষাকালে দীর্ঘস্হায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার পানিতে আশপাশের আবাদি জমির ফসল তলিয়ে যায়।
স্হানীয় জনগণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আইন অনুযায়ী কেউ জলাধার ও পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করতে পারেনা। অথচ আইন উপেক্ষা করে মেসার্স মোরশেদ ম্যানুফ্যকচার ব্রিকসের মালিক মোরশেদ আলম মাটি ভরাট করে ব্রিজেরমুখ বন্ধ করে রেখেছে। স্হানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন জনস্বার্থ ও পরিবেশ আইন উপেক্ষা করে রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা গ্রামের প্রধান সড়কের পাশে ফসলি জমিতে গড়ে উঠেছে মেসার্স মোরশেদ ম্যানুফ্যকচার ব্রিকস। এলাকা বাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন দেখা যায় পরিবেশ সংরক্ষণ আইন উপেক্ষা করে রামগঞ্জ উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা এলাকায় ব্যস্ততম সড়কে ব্রিজের মুখ ইটভাটার মাটি দিয়ে ভরাট করে রাখা হয়েছে । আইন অনুযায়ী কেউ জলাধার ও পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করতে পারেনা।
এ বিষয়ে প্রশাসন কে অবগত করা হচ্ছে যেন উল্লেখিত ইটভাটা ও ব্রিজের মুখ থেকে মাটি অপসারণ করা হয়।