
নাঈম ভূঁইয়া রায়পুরা প্রতিনিধি
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিযুক্ত ব্যক্তির ভাই সবুজ ও চাচা রফিক মিয়া, শাপমারা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রইছ উদ্দিন বশির,প্রভাষক খোকন মিয়া,আজগর মিয়া,হানিফ মিয়াসহ অনেকে। বক্তাদের অভিযোগ পলাশ স্ট্যাম্পের মাধ্যমে রেলওয়ের জায়গায় দোকান ঘর কৌশলে লাইসেন্সের মালিক হয়ে সে অনৈতিক ভাবে প্রভাব শালী ব্যক্তিদের কাছে বিক্রি করে যাচ্ছে। যদিও যারা দীর্ঘদিন ধরে ঔ দোকানে ব্যবসা করে আসছে তারাই দোকান গুলো পাওয়ানা। সংবাদ সম্মেলনের মাধ্যমে যারা দীর্ঘদিন ধরে দোকানে ব্যবসা করে আসছে ঔ সকল দোকান ঘর গুলো তাদের নামে লাইসেনস দেওয়ার জোর আবেদন জানান বক্তারা।
এ দিকে মুঠো ফোনে কথা হয় শ্রাবন আহম্মেদের সাথে। তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ করে অস্বীকার করে বলেন ,আমি কোন দোকান বিক্রি করিনি। যারা দোকানে আছে তারাই বানিজ্যিক ভাবে লাইন্সে করে নিয়ে আসছে। এ পর্যন্ত ১৪শ স্কয়ার ফুট বানিজ্যিক হয়েছে। আরো দুই হাজার স্কয়ার ফুট এর কাগজ পত্র জমা হয়ে