
সাইফুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালীর চৌমুহনীতে মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্ম জয়ন্তী ও হোমিওপ্যাথি দিবস উদযাপন অনুষ্ঠান ২০২৫ ও ২০২৪ ব্যাচ ইন্টার্নি শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চৌমুহনীতে শনিবার সকালে নোয়াখালী এম.এ রহমান হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল হলে ডি. এইচ. এম. এস ডক্টরস এসোসিয়েশন নোয়াখালী জেলা আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান।
কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে
স্বাগত বক্তব্য দেন নোয়াখালী ডি. এইচ.এম.এস ডক্টর এসোসিয়েশন সভাপতি ডা. মোঃ বেলায়েত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল।
ডি.এইচ.এম.এস ডক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আ.ন.ম বদর উদ্দিন।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ তৌহিদ হাসান প্রসূন এর সার্বিক নির্দেশনা ও ডাঃ হুমায়ুন কবির এর সহযোগিতা এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্ত উপস্থিত ছিলেন।