
ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে ইসলামপুরের সন্ত্রাসী খ্যাত আবুল কাসেম প্রকাশ খাদেমের বিরুদ্ধে ঈদগাঁও থানায় জিডি করেছে কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা ‘দৈনিক মেহেদী’র ম্যানেজিং ডিরেক্টর ও ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনছুর আলম।
জিডি সুত্রে জানা যায়, নতুন অফিস পাড়া এলাকায় রাস্তা সংস্কারকরণে বাঁধা দেয় আবুল কাসেম৷ এবং এতে প্রতিবাদ করলে মনছুর’কে নতুন অফিস বাজারে জনসম্মুখে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং খু’ন করে রাস্তায় ঝুকিয়ে রাখার হুমকি দেয় সে। এক পর্যায়ে সাংবাদিকতা পেশাকে তুচ্ছ করে বিভিন্ন হুমকিধামকি ও গালমন্দ করে। পরে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করলেও মনছুরের ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে ধফায় ধফায় হুমকি দিতে থাকে আবুল কাসেম।
পরে ২১ এপ্রিল নিরাপত্তা চেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান বরাবর একটি লিখিত সাধারণ ডায়রি জমা দেন মনছুর।