
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
‘লালমনিরহাটে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার “১১ মার্চ” সকাল ১১ঃ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে লালমনিরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লালমনিরহাট।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার, চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়নার প্রতিনিধিবৃন্দ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।
সভার মূল আলোচক ছিলেন পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান।
সভায় ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের সাথে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়নার স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লিখিত বিভিন্ন কর্মকাণ্ড, টেকসই নদী ব্যবস্থাপনা বিষয়ে মহাপরিকল্পনা প্রণয়নসহ নদী ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।