
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দিন শাহীন মহোদয় যোগদান উপলক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করে। অদ্য ১০মার্চ ২০২৫খ্রিঃ বিকাল ০৪:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। সম্মানিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার -ট্রাফিক- প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মাহবুবর রহমান ও সহ সভাপতি কামাল হোসেন আজাদ, ককসবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।