
আব্বাস উদ্দিন ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলা,জুলাই-আগষ্ঠে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিকঅনুদান প্রদান করা হয়।
সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে – ১৬ ফেব্রুয়ারি- রোজ রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসাইন শহীদ ও আহতদের পরিবারের লোকজনের নিকট আর্থিক অনুদান তুলে দেন। এসময় আরোও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরাইল উপজেলার সমন্বয়ক ইফরান খান, আলিফ মাহমুদ নাহিদ খান, আল-আমিন, মোহাম্মদ রিফাত, সাইফুল, আমিরুল, আরাফ, লাবনি, নুসরাত ও সানিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং তারা সবাই বলেন আমরা এবং এদেশের মানুষ আজীবন আপনাদের পাশে আছে ও থাকবে।