মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইমরান গাজী (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমরান পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে।
সোমবার দুপুরে মঠবাড়িয়া পৌর এলাকার সবুজ নগর থেকে লাশটি উদ্ধার করা হয়। সবুজ নগর এলাকার বাসিন্দা মৃত মান্নান গাজীর ছেলে ইমরান গাজী।
জানা যায়, সোমবার দুপুরে সবুজ নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের তিন তলার কক্ষে ফ্যানে ঝুলন্ত অবস্থা ইমরানকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইমরানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ইমরান ওই ভবনে ইলেকট্রনিকের কাজ করতে বলে জানায় স্থানীয়রা।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে।