হোসাইন রুবেল ভোলা।
ভোলার দৌলতখানে বাচ্চাদের নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে সন্ত্রাসী কায়দার বসত ঘরে ডুকে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় তসলিম তালুকদার ও তার বাহিনীর নামে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের ৭ নং ওয়ার্ডে শহিদ মাঝির বাড়িতে।
আহত মন্নান মাঝি জানান, গত কয়েকদিন পূর্বে তার বাড়িতে বাচ্চাদের নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল স্থানীয় সন্ত্রাসী তসলিম তালুকদার ও তার ভাই আলম তালুকদার ও তার ছেলে সানজিদ, ডালিম, মোসলে উদ্দিনসহ ৬ /৭ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে মন্নান মাঝির ঘরে ডুকে অতর্কিত হামলা চালায় এবং মন্নান মাঝির হাতে কামড় দিয়ে তার হাতের মাংস ছিড়ে নিয়ে যায় সন্ত্রাসী তসলিম তালুকদার । এতে মন্নান মাঝি ও তার ছেলে মোঃ মোমেন গুরুতর আহত হয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় তসলিম তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটা অনাকাঙ্খিত ঘটনা। ভুল ক্রমে হয়েছে, এটা আমার মান সন্মানের বিষয়। এই ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ওসি বজলার রহমান।