বন্দর প্রতিনিধি
নারায়নগঞ্জ বন্দরে সিএনজি স্ট্যান্ড দখল নিতে বন্দর থানা যুবদল নেতা কাজী সোহাগের পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই কথিত যুবদল নেতার গুলি করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে মঙ্গলবার -২০ জানুয়ারি- বন্দর ১নং খেয়াঘাট অবস্থিত সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। কাজী সোহাগ নাসিক ২২নং ওয়ার্ডের কাজী সালাউদ্দিনের ছেলে। কথিত যুবদল নেতা কাজী পিস্তল উঁচিয়ে গুলির করার ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে- সাদা গেঞ্জি পরিহীত সোহাগ দৌঁড়ে দিতে দিতে বন্দর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হুমায়ন কবির গ্রুপের দিকে পিস্তল উঁচিয়ে পরপর মুহুর্মু গুলি ছুড়ে চলে যান। পিস্তলের গুলিকে উপেক্ষা করে স্ট্যান্ডের শ্রমিক ও পথচারীদের বাঁচাতে তার পিছনে পিছনে ধাওয়া করতে থাকে হুমায়ন গ্রুপ। ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ এখনো অস্ত্রধারী যুবদল নেতা কাজী সোহাগকে গ্রেফতার করেনি।
এ বিষয়ে জানতে বন্দর যুবদল নেতা কাজী সোহাগের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান- আমরা গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।
অপরদিকে আধিপত্য বিস্তার নিয়ে বন্দর এক নং খেয়াঘাটে একাধিক গ্রুপ সক্রিয়। অস্ত্রধারী ব্যাক্তিদের আইনের আওতায় না আনলে যেকোনো সময় ঘটতে পারে হতাহতের ঘটনা।