
স্টাফ রিপোর্টার, মেহেরপুর।।
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর), সকালের দিকে দিবসটি পালন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহেরপুর গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও মুক্তিযোদ্ধাগণ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
এসময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসনও অনুরূপ কর্মসূচি পালন করে।
দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা মোতালেব আলী, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোজাহিদুল ইসলাম, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দোলা, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে মেহেরপুর জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটি এবং মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি’র উদ্যোগেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।























