সদরপুর থেকে শিমুল তালুকদার।।
ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী বাজার এলাকা থেকে ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যা-৩০-কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ওবায়দুর মোল্যা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পশ্চিম বাঠদি গ্রামের ওয়াহেদ মোল্যার ছেলে।
২৭ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব মিয়া সাংবাদিকদের ব্রিফ কালে জানান- গ্রেফতারকৃত ওবায়দুর মোল্যা বোয়ালমারী থানার জি-আর ৫০-২০১৯ নং মামলার ৩০২-২০১-৩৪ ধারার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। তিনি আরো জানান- গোপন সুত্রে জানতে পারি হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ওবায়দুর মোল্যা দীর্ঘদিন যাবৎ পিয়াজখালী বাজার এলাকায় বাসা ভাড়া করে স্ত্রী সহ বসবাস করছে। পরে সোর্সের মাধ্যমে ঘটনার সত্যতা এবং আসামীর অবস্থান নিশ্চিত হই এবং সাব ইন্সপেক্টর মৃনাল কাজী ও এস -আই হাদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টার সময় পিয়াজখালী বাজার এলাকা থেকে ওবায়দুর মোল্যাকে গ্রেফতার করে। উল্লেখ্য ২০১৯ সালে বোয়ালমারী থানা পুলিশ মনিরা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত নারী জেলার মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের আঃ জলিল মুন্সীর কন্য। তখন মনিরার ভাই রবিউল ইসলাম -৫১- বাদী বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।