মোঃ আসাদ উল্লাহ- ইবি।।
দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানিয়েছেন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা। রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি- সংগঠনটির ৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়। যেটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র – নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এক আলোচনার সভার মাধ্যমে কর্মসূচির শেষ হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সাধারন সম্পাদক ড. মাওলানা ঈসা শাহেদী।
উক্ত আলোচনা সভায় সংগঠনটির নেতাকর্মীরা বলেন- দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ১০০ নম্বরের ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ডাক্তারী শিক্ষাকে ইসলামী করার জন্য ইসলামী পাঁচটি বিষয় যুক্ত করলে কোনো ডাক্তার অনৈতিক হবে না।