মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
মৃত্যুর ফাঁদ নামে খ্যাত হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আবারো মোঃ জুয়েল -২৯- নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার -১৩ অক্টোবর- রাতে নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েল গুমানমর্দ্দদ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র। বিগত ১৫ দিন পূর্বে সে মধ্যপ্রচ্যের সারজা থেকে বাড়িতে ছুটিতে আসে। আগামী ১৯ অক্টোবর সে পুনরায় তার কর্মস্থল মধ্যপ্রাচ্যের সারজায় চলে যাওয়ার কথা। পাঁচ ভাইয়ের মধ্যে জুয়েল সবার ছোট।
স্থানীয় ও এলাকাবাসী সুত্রে জানা যায় -সে রবিবার রাত সাড়ে আটটার দিকে তার এক আত্মীয়কে মোটরসাইকেল করে নাজিরহাট মহাসড়কের মুহুরীহাট বাজারে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে বালুখালীস্থ বাড়ি ফেরার পথে বিপরীত দিকে থেকে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। উপস্থিত লোকজন ও তার স্বজনেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ খবর এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে- বিয়ে করে বিদেশে কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।