মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারীতে ফুটফাট দখলমুক্ত ও যানযট নিরসনের জন্য অভিযান চালায় হাটহাজারী উপজেলা প্রশাসন।
বুধবার -১৮ সেপ্টেম্বর- সকালে হাটহাজারী বাজার থেকে হাটহাজারী বাসস্ট্যান্ট পযন্ত এই অভিযান চালানো হয়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলার নিবার্হী অফিসার এবিএম মশিউজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়- রাস্তার দুপাশে ব্যাবসায়ীরা ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের পণ্যদ্রব রেখে ব্যবসা করার কারণে দীর্ঘ যানযট সৃষ্টি হয় যার কারণে সাধারণ মানুষরা দিনের পর দিন কষ্ট ভুগ করে যাচ্ছে।
এই বিষয় সম্পর্কে ছাত্ররা বলেন আমরা ৭ দিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে আসছি ৭ দিনপর এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সম্পর্কে আবু সাআদ নামক এক ব্যক্তি বলেন, আমার বাড়ি হাটহাজারী মুনিয়া পুকুর আমি প্রায় চট্টগ্রাম শহরে আসা যাওয়া করি। বাড়ি থেকে যখন হাটহাজারী মেডিকেল গেটে গাড়ি আসলে খুব চিন্তায় পড়ে যায় টিক সময়ে শহরে যেতে পারব কিনা কারণ হাটহাজারী মাদ্রাসা গেইট থেকে শুরু করে হাটহাজারী বাজার পযন্ত দীর্ঘ যানযট থাকে যার কারণে বেশিসময় টিক সময় শহরে যেতে পারিনা।