বিশেষ প্রতিবেদক।।
প্রশাসন জোর করে বেলস পার্কের নাম বঙ্গবন্ধু পার্ক করেছিল। আমরা বঙ্গবন্ধুর নামে নয়- শহীদ আবিরের নামে এই পার্কের নামকরণ চাই। আগামী এক মাসের মধ্যে এই নামকরণ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বরিশালে স্বাধীনতা ফোরাম নেতৃবৃন্দ। যদিও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের। তাদের দাবী- বেলস পার্কের নাম পরিবর্তন বরিশালের ইতিহাস ঐতিহ্যের পুনরুদ্ধার পথে বাধা। ইতিপূর্বে বঙ্গবন্ধু উদ্যান নামকরণেরও প্রতিবাদ করেছিলেন তারা। জোর করে বঙ্গবন্ধু উদ্যান নামকরণ হলেও সবাই বেলস পার্কই ডেকেছে। এ নাম কখনোই মুছে দেয়া যাবে না বলে জানান সাধারণ মানুষ।
৪ সেপ্টেম্বর বুধবার সকাল এগারোটায় বরিশালের বেলস পার্কের সামনের সড়ক অবরোধ করে প্রায় দু’ঘন্টা মানববন্ধন ও সমাবেশ করে স্বাধীনতা ফোরাম বরিশালের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের এম রহমতুল্লাহ বলেন- আগামী একমাসের মধ্যে বেলস পার্ক থেকে বঙ্গবন্ধু নাম মুছে দিয়ে শহীদ আবীর এর নাম যুক্ত করতে হবে। তা না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন আবু নাসের রহমতুল্লাহ।
তিনি এসময় বরিশাল স্টেডিয়াম- শেখ হাসিনা ক্যান্টনমেন্টসহ যাবতীয় স্থাপনা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম পরিবর্তন করার দাবী জানান।
স্বাধীনতা ফোরাম বরিশালের সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ- স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব- বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের- জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ আরো অনেকে।
এদিকে বেলস পার্ক নাম পরিবর্তন না করে ২৪ এর বীরসন্তান শহীদ আব্দুল্লাহ আল আবীর এর নামে তার গ্রামের বাড়ির সামনে সড়কের নামকরণের প্রস্তাব করেন বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ। বরিশাল সাহিত্য সংসদ, দক্ষিণবঙ্গ সাহিত্য ফোরামসহ একাধিক সাধারণ মানুষ ও সমাজ চিন্তাবিদ রেজা খান বলেছেন- বেলস পার্ক- বেল ইসলামিয়া হোস্টেল এবং ঈদগাহ ময়দানকে ঘীরে বরিশালের ইতিহাস ঐতিহ্যের স্মৃতি ঘুরে বেড়ায়। খান বাহাদুর হেমায়েতউদ্দিন আহমেদ- অশ্বিনী কুমার দত্ত- শের ই বাংলা একে ফজলুল হক- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশবরেণ্য এই মানুষগুলো কখনোই এই নাম পরিবর্তনের চেষ্টা করেননি। আওয়ামী লীগ করেছে বলেই তাদের আজ করুন পরিণতি হয়েছে। তাই বেলস পার্ককে তার জায়গায় থাকতে দেওয়ার অনুরোধ জানান সমাজ চিন্তাবিদসহ সকলেই।
এসময় সামাজিক আন্দোলনের নেতা ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মিজানুর রহমান বলেন, শহীদ আব্দুল্লাহ আল আবীর আমাদের সন্তান- তাকে নিয়ে কাউকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না। তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে তাঁর গ্রামের বাড়ি বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠির বাহেরচর গ্রামে তার নামে একটি পাঠাগার হতে পারে। ওকানের কোনো সড়কের নামকরণ আবীর সড়ক হতে পারে। ইতিহাস ঐতিহ্যের জায়গায় হাত দেয়া যুক্তিসঙ্গত হবে না বলে জানান তিনিসহ বরিশাল সাহিত্য সংসদ সদস্যরাও।