মোঃ কাউছার পাটোওয়ারী
বিশেষ প্রতিনিধি।।
হাজীগঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পাঁচই গ্রাম থেকে শুরু করে ৭টি স্থানে এবং দুপুরে তারালীয়া গ্রাম পর্যন্ত এ ত্রাণ বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিয়ার মমিনুল হক।
এ সময় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাজীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী- উপজেলা যুবদলের আহবাক আক্তার হোসেন দুলাল- সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল- উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার- পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইউসুফ গাজী- সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমূখ।
বিকালে আলীগঞ্জ ও টোরাগড় গ্রামসহ মোট ১০ টি স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এসময় জাতীয়তাবাদী দল রিএনপি যুবদল- ছাত্রদল- সেচ্ছাসেবকদল- মৎসজীবিদলও অঙ্গ সংগঠনের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।
ত্রান দেয়ার স্থানগুলো হলো- পাঁচে- দেশখাকুড়িয়া-সেন্দ্রা- বেলচোঁ- তারালীয়া- পালিশারা- টোড়াগড় ও আলীগঞ্জ।