দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটার সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের সদস্য ফরম উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার -২০ আগস্ট- আমাদের টিম মানবিক পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ফরম উন্মোচন করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচ.এম মনির হাসানের সভাপতিত্বে ফরম উন্মোচন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন- মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান- আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম -মনি- উপ-পরিচালক মারুফ বিল্লাহ- সহকারি পরিচালক আল আমিন হোসেন- সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন- সহ-সভাপতি নুসরাত জাহান- প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।