Dhaka , Wednesday, 15 January 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে কম্বল বিতরণকালে ডা. শাহাদাত হোসেন।। হাটহাজারিতে মন্দির চুরির ঘটনার প্রধান আসামি গ্রেফতার।। সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।। বায়ুদূষণরোধে অভিযান অব্যাহত জরিমানা ২৪ লক্ষাধিক টাকা ৯ ভাটা বন্ধকরণসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্কতা।। কারেন্ট জাল নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে বা কাউকে শাস্তি দিয়ে সমস্যা সমাধান করা যাবে না- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।। ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে  আটক।। রামগঞ্জ প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের পরিচিতি সভা।। পাইকগাছায় নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন।। ফরিদপুর ৩ আসনের সাবেক এমপি একে আজাদের কম্বল বিতরণ।। রোহিঙ্গা আশ্রয় শিবিরে টয়লেটের ভেতর থেকে মা-মেয়ে মরদেহ উদ্ধার।। গাাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ এজেন্টের ছয় লাখ টাকা ছিনতাই।। ভোলায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।। মেহেরপুরে অ্যাটলেটিক্স ও গ্রামীণ খেলার উদ্বোধন।। সরাইল উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ।। দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় শেষ হলো তিন দিনের তারুণ্যের উৎসব।। জনগনের রায় নিয়ে বিএনপি দেশের উন্নয়নে কাজ করবে খায়রুল কবির।। মেহেরপুরে সমাজসেবা কার্যালয় কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন।। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু।।  ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল অভিযোগ বিএনপি নেতা মোমিতের।। বেতাগী-বরিশাল সরাসরি বাস চলাচল শুভ উদ্বোধন।। চট্টগ্রামে সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।। দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়- মেয়র ডা. শাহাদাত।। নেত্রকোণার দুর্গাপুরে  হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব পালিত।। পাইকগাছায় জামায়েত ইসলামীর ওয়ার্ড কমিটি গঠন সভাপতি-রাকিব সেক্রেটারি মনিরুল।। নেত্রকোণার কেন্দুয়ায় কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।। নেত্রকোণার কলমাকান্দায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ।। আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।। পাইকগাছায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত ২ মৃত্যু-১।। পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান কর্মশালা।। বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন।।

দীর্ঘ ১০ বছরেও ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খননে আলোর মুখ দেখেননি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:38:00 am, Monday, 19 August 2024
  • 51 বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ বছরেও ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খননে আলোর মুখ দেখেননি।।

এম আবু হেনা সাগর- ঈদগাঁও।।

   

অস্তিত্ব সংকট আর দূষণের কবলে পড়েছে ঈদগাঁও মাইজ পাড়ার খালটি। বর্তমানে খালের উপর পাকা দালান ও দোকান পাট নির্মাণের হিড়িক চলছে। সুদীর্ঘ দশ বছরেও খালটি খননে কোনভাবে আলোর মুখ দেখেনি। দ্রত খননের দাবী জানান এলাকার লোকজন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা।

গ্রাম্য প্রবীণরা জানান, এ খাল দিয়ে একসময় পাল তোলা নৌকা চলাচল করত। কিন্তু সময় ও সুযোগে কালো থাবায় এখন অস্তিত্ব বিলুপ্তির পথে। এমনকি চলছে একের পর এক খাল দখলের মহোৎসব। কালের পরিক্রমায় সেই নদীর বুকে এখন পাকা-আধাপাকা দালানের মহাসমারোহ। অনেক ক্ষেত্রে দেখে বোঝার উপায় নেই যে, এটি এক সময় নদী বা খাল ছিল। একের পর এক দখলের কারণে খাল এখন নিজস্ব স্বকীয়তা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। খাল দখল করে দু’তীর ভরাট করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ চলছে। যেন দেখার কেউ নেই। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যত প্রজন্ম জানতেই পারবে না এখানে একটি খাল ছিল।

 

দেখা যায়- ঈদগাঁও মেহের ঘোনা জলনাসী যেটি উত্তর, মধ্যম ও দক্ষিন মাইজ পাড়া হয়ে চৌফলদন্ডীর বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এখন খাল বেদখল, পানি ও মাছ শূন্য। ক্ষীণ ধারা বয়ে যাওয়া খালের এক ধারে এখন গড়া দোকান পাট ও পাকা দালান। ঈদগাঁওয়ের মাইজ পাড়ার খালটি ভরাট বললে চলে। কেউ করেছে খালের নিকটস্থ দালান, আবার কেউ করেছে দোকান ঘর। ফলে ঐ খালের অস্তিত্ব খুঁজে পাওয়া এখন মহা মুশকিল। তেমনি করে ঈদগাঁওর বৃহৎ মাইজ পাড়ার খালটি দখলের থাবায় গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা। অন্যদিকে খালের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে দু’কূল ছাপিয়ে পুরো গ্রাম প্লাবিত হয়ে হাটাচলাতো দুরের কথা- ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

জানা যায়, মাইজপাড়ার ঐতিহ্যবাহী খালটি সংস্কারের লক্ষ্যে দীর্ঘকাল ধরে স্থানীয় সাবেক মেম্বার ছুরুত আলমসহ কজন নানা মহলে জোর লবিং শুরু করেছিলেন বহুপূর্বে। তারই ধারাবাহিকতার দীর্ঘবছর পর বিএডিসির দু’কর্মকতা ২০১৪ সালের ৩০ জানুয়ারি ঈদগাঁও উত্তর মাইজপাড়া মোহাম্মদ হোসনের বাড়ী হতে মধ্যম-দক্ষিন মাইজ হয়ে জালালাবাদের পালাকাটা ঘুমগাছতলা পর্যন্ত খালটি পরিদর্শনও করেছিলেন। দুঃখজনক হলেও সত্য যে- মাইজ পাড়ার খালটি খনন করার মাঝ অংশে এসে খালের দু-পাড়ের মাটি ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। এই নিয়ে এলাকার লোকজন বর্ষাকালীন বৃষ্টিপাত আর বন্যা হলে পানি খাল দিয়ে সুষ্ঠুভাবে যাতায়াত করতে না পারায় খালের পার্শ্ববর্তী বাড়িঘরে পানি ঢুকে পড়ে।

মেম্বার বজলুর রশিদ জানান, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুবিধার্থে খালটি খনন জরুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে কম্বল বিতরণকালে ডা. শাহাদাত হোসেন।।

দীর্ঘ ১০ বছরেও ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খননে আলোর মুখ দেখেননি।।

আপডেট সময় : 05:38:00 am, Monday, 19 August 2024

এম আবু হেনা সাগর- ঈদগাঁও।।

   

অস্তিত্ব সংকট আর দূষণের কবলে পড়েছে ঈদগাঁও মাইজ পাড়ার খালটি। বর্তমানে খালের উপর পাকা দালান ও দোকান পাট নির্মাণের হিড়িক চলছে। সুদীর্ঘ দশ বছরেও খালটি খননে কোনভাবে আলোর মুখ দেখেনি। দ্রত খননের দাবী জানান এলাকার লোকজন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা।

গ্রাম্য প্রবীণরা জানান, এ খাল দিয়ে একসময় পাল তোলা নৌকা চলাচল করত। কিন্তু সময় ও সুযোগে কালো থাবায় এখন অস্তিত্ব বিলুপ্তির পথে। এমনকি চলছে একের পর এক খাল দখলের মহোৎসব। কালের পরিক্রমায় সেই নদীর বুকে এখন পাকা-আধাপাকা দালানের মহাসমারোহ। অনেক ক্ষেত্রে দেখে বোঝার উপায় নেই যে, এটি এক সময় নদী বা খাল ছিল। একের পর এক দখলের কারণে খাল এখন নিজস্ব স্বকীয়তা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। খাল দখল করে দু’তীর ভরাট করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ চলছে। যেন দেখার কেউ নেই। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যত প্রজন্ম জানতেই পারবে না এখানে একটি খাল ছিল।

 

দেখা যায়- ঈদগাঁও মেহের ঘোনা জলনাসী যেটি উত্তর, মধ্যম ও দক্ষিন মাইজ পাড়া হয়ে চৌফলদন্ডীর বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এখন খাল বেদখল, পানি ও মাছ শূন্য। ক্ষীণ ধারা বয়ে যাওয়া খালের এক ধারে এখন গড়া দোকান পাট ও পাকা দালান। ঈদগাঁওয়ের মাইজ পাড়ার খালটি ভরাট বললে চলে। কেউ করেছে খালের নিকটস্থ দালান, আবার কেউ করেছে দোকান ঘর। ফলে ঐ খালের অস্তিত্ব খুঁজে পাওয়া এখন মহা মুশকিল। তেমনি করে ঈদগাঁওর বৃহৎ মাইজ পাড়ার খালটি দখলের থাবায় গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা। অন্যদিকে খালের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে দু’কূল ছাপিয়ে পুরো গ্রাম প্লাবিত হয়ে হাটাচলাতো দুরের কথা- ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

জানা যায়, মাইজপাড়ার ঐতিহ্যবাহী খালটি সংস্কারের লক্ষ্যে দীর্ঘকাল ধরে স্থানীয় সাবেক মেম্বার ছুরুত আলমসহ কজন নানা মহলে জোর লবিং শুরু করেছিলেন বহুপূর্বে। তারই ধারাবাহিকতার দীর্ঘবছর পর বিএডিসির দু’কর্মকতা ২০১৪ সালের ৩০ জানুয়ারি ঈদগাঁও উত্তর মাইজপাড়া মোহাম্মদ হোসনের বাড়ী হতে মধ্যম-দক্ষিন মাইজ হয়ে জালালাবাদের পালাকাটা ঘুমগাছতলা পর্যন্ত খালটি পরিদর্শনও করেছিলেন। দুঃখজনক হলেও সত্য যে- মাইজ পাড়ার খালটি খনন করার মাঝ অংশে এসে খালের দু-পাড়ের মাটি ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। এই নিয়ে এলাকার লোকজন বর্ষাকালীন বৃষ্টিপাত আর বন্যা হলে পানি খাল দিয়ে সুষ্ঠুভাবে যাতায়াত করতে না পারায় খালের পার্শ্ববর্তী বাড়িঘরে পানি ঢুকে পড়ে।

মেম্বার বজলুর রশিদ জানান, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুবিধার্থে খালটি খনন জরুরী।