
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি ।।
নিহত শফিকুর রহমান জনতা ব্যাংকে চাকুরী করতেন। ২ বৎসর পূর্বে অবসর নিয়েছেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভুইয়া থানার রামচন্দ্রপুর গ্রামে। তার ১ ছেলে, ১ মেয়ে। ছেলে আল আমিন ইমন পুলিশের সাব ইন্সপেক্টর । এসবি অফিসে কর্মরত আছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া আড়াবাড়ি বটতলা কফিল উদ্দিন ভুঁইয়া সড়কের ১৭৫ নম্বর হোল্ডিং ৪র্থতলায় নিজ বাড়ির ৩য় তলায় থাকতেন এই দম্পতি। নিহত শফিকুর রহমান সকালে মসজিদে ফজর নামাজ পড়তেন। আজ ও হয়তো তিনি নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছেন। সকাল সাড়ে ৫টার দিকে তার লাশ বাড়ির নিচতলায় এবং তার স্ত্রীর লাশ তয় তলায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। তাদের দু’জনের লাশ জবাই করা ছিল।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ৪র্থতলা ভবনের নিচতলায় শফিকুর রহমান ও ৩য় তলায় তার স্ত্রীর জবাইকরা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, এখানে যদি ডাকাতি বা চুরির ঘটনা হতো তাহলে নিহত মহিলার গলায় স্বর্নের চেইন ও মোবাইল ফোন ছিল কিছুই নেয়নি।