অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীতে আভ্যন্তরীন প্রতিযোগিতা গাজীপুর ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজন করা হয়। গতকাল রবিবার বিকেলে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয় ‘ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুনীতিতে বিস্তার ঘটে। ‘
বিতর্ক প্রতিযোগিতায় ৪ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে অংশ গ্রহন করেন আনিশা আকাশ, মানহা হাসান, আয়েশা আক্তার। পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে থেকে অংশ গ্রহন করেন রোকনুজ্জামান, শরিফুল ইসলাম, তামান্না আক্তার মিতু।বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ থেকে অংশ গ্রহন করেন মিথিলা আক্তার, আননূর আক্তার, সুমাইয়া আক্তার।
নওয়াপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ গ্রহন করেন নাবিলা খানম, খাদিজা আক্তার, মীম আক্তার।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো মাসুম বিল্লাহ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, মোতাহার হোসেন অনিক, হলধর দাস। বির্তক প্রতিযোগিতা পরিচালনা করেন শারমিন তানিন।
বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্যায়ে বিজয় অর্জন করে নওয়াপাড়া আর্দশ বালিকা বিদ্যালয়। শেষ্ট বক্তা নির্বাচন হয় নাবিলা খানম।