জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অত্র উপজেলায় ৭০ ভাগ ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার পাওয়ার প্রেসার সহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন