কক্সবাজার জেলা প্রতিনিধি।।
সৌদি আরবের মক্কায় ওমরা পালনের জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের মহেশখালির দুই রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের মহেশখালি উপজেলার ফকিরাঘোনা এলাকার শায়ের মাওলানা এরশাদ উল্লাহর ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ আসিফ (২৬) ও মগরিয়াকাটা গ্রামের নুরুল ইসলামের পুত্র মুহাম্মদ শাফায়াত (২৪)। এরা দুজনেই সৌদি আরবের খামিস শহরে নির্মাণশ্রমিকের কাজ করতেন। নিহতদের চাচা মুহাম্মদ এরশাদ নূর দুর্ঘটনায় তাদের দুই ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মুহাম্মদ আসিফের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার প্রায় ৫০ জন ওমরা যাত্রী বহনকারী বাসটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে উল্টে নিচে পড়ে যায়। এতে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। এঘটনায় আসিফ ও শাফায়াতসহ অন্তত ২০ ওমরা যাত্রী নিহত ও আরো প্রায় ২৯ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। হতাহতরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।
এর আগে, ২০১৯ সালের অক্টোবরে সৌদি আরবের মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন