নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৫ মার্চ শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৮ বোতল বিদেশি মদসহ রাব্বিকে (১৯) গ্রেফতার করে ভূলতা ফাঁড়ি পুলিশ।
এ বিষয়ে ভূলতা ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাব্বিকে আটক করা হয়।
এ সময় তার সাথে থাকা স্কুল ব্যাগে তল্লাশি করে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতার রাব্বি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংকিয়া এলাকার ওমর আলীর ছেলে।
তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাব্বি ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে এবং সে বহুদিন মাদক বিক্রয়ের সাথে জরিত বলেও জানান।