Dhaka , Wednesday, 5 February 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নগরকান্দায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজ কার্যালয়কে বানিয়েছেন বাসস্থান নোয়াখালীতে থানার গোলঘরে মারামারি, আটক ৬ মেহেরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে ১১ বছর পর বিএনপি নেতাকে ফেরত চেয়ে মানব বন্ধন   ‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসে অভিযান’ গবিতে প্রথম  ক্যান্সার দিবস উদযাপন  গাজীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  সাভারে ইয়ামিনের লাশ উত্তোলন করতে এসে পরিবারের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট-পুলিশ দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন কৃষকদলের  কৃষক সমাবেশ অনুষ্ঠিত  মেহেরপুরে মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে GBM ব্রিকফিল্ডে মোবাইল কোর্টের অভিযান এক লক্ষ টাকা জরিমানা ব্রাহ্মণ বাড়িয়া সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত-২ নোয়াখালীতে শিশু ধর্ষণে চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার মণিরামপুর উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু নোয়াখালীতে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু  ৯৯৯ এ কল করে সহায়তা চেয়ে উল্টো এক পরিবারের ৭জনকে গ্রেপ্তারের অভিযোগ চরভদ্রাসন উপজেলায় গোপালপুর ঘাটে চলছে মাটি কাটার মহাউৎসব রূপগঞ্জে মেশিনারিজ দোকানে আগুন ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি গবিতে বিদ্যার দেবীর আরাধনা বাফুফেকে চট্টগ্রাম এম. এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতকানিয়ায় SBL ব্রিকফিল্ডে মোবাইল কোর্টের অভিযান- পঞ্চাশ হাজার টাকা জরিমানা জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে দাবি দাওয়া পেশ করুন তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে- ডা.শফিকুর রহমান বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের আমিন খাঁর হাটে সানফ্লাওয়ার প্রি- ক্যাডেট স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা, ১১ ইটভাটা বন্ধ সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীর পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, জড়িতদের বিচার দাবি করছে সিএমইউজে দাফনের ৬ মাস পর গণঅভ্যুত্থানে নিহত লক্ষ্মীপুরের রিপনের মরদেহ উত্তোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ হতে সরস্বতী পূজামন্ডপ পরিদর্শন কুয়েতকে আরো বেশি জনশক্তি নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রূপগঞ্জে বালির নিচে চাপা পড়েছে কৃষকের স্বপ্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:48:13 pm, Sunday, 19 March 2023
  • 210 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা ডেস্ক ।।

  • হাইকোর্টের আদেশকে অমান্য করে মেরিন সিটি  আবাসন প্রকল্প
  • আট মৌজার শত শত বিঘা কৃষি জমি রাতের আধারে বালি দিয়ে ভরাট 
  • কৃষি জমি, সরকারী খাল, অর্পিত , খাস জমি ও গ্রামীন রাস্তাঘাট জোড়পূর্বক বালি ভরাট 
  • কর্মহীন হয়ে পড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ
  • শতকরা ৮৫ শতাংশ মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কৃষি

অনিয়ম যেখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেখানে ন্যায়-অন্যায় বলে কিছু নেই। অবৈধ আবাসন কোম্পানীর বালির চাপায় নিঃস্ব হচ্ছে গরিব অসহায় মানুষের মাথা গোজার শেষ ঠিকানা। নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। এমনই নৈরাজ্য চালাচ্ছে রূপগঞ্জে মেরিন সিটি নামক আবাসন কোম্পানী । উপজেলার দাউদপুর ইউনিয়নের আটটি মৌজার শত শত বিঘা কৃষি জমি রাতের আধারে বালি ফেলছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট করে দখলে নিচ্ছে কোম্পানীটি। ভয়ে মুখ খুলতে পারছেনা ভূক্তভোগী কৃষকরা, আতঙ্কে কাটছে তাদের জীবন। প্রতিবাদ করলেই চলে মামলা হামলা, এমনকি প্রান নাশের হুমকী।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও, টেকদাসেরদিয়া, তিনওলোপ, কালনী, বড়আমদিয়া, বৈলদা, হিরনাল মৌজার শতকরা ৮৫ শতাংশ মানুষ জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কৃষি কাজ। একই জমিতে দুইবার ফসল হলে সারা বছরের ধানচালের জোগান হতো। বর্ষা এলে অনেক কৃষক কর্মহীন হলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। মেরিন সিটি নামক আবাসন কোম্পানীর বালি কেড়ে নিচ্ছে খেটে খাওয়া মানুষের কর্মস্থলের শেষ ঠিকানা। এক দিকে যেমন জমি হারাচ্ছে, আবার কর্মহীন হয়ে পড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকে আবার হারাচ্ছে বাপ-দাদার ভিটে মাটি।
হাইকোর্টের আদেশকে অমান্য করে মেরিন সিটি নামক আবাসন প্রকল্প। কৃষকদের জমিতে জোড়পূর্বক বালি ভরাট করছে। কৃষি জমি, সরকারী খাল, অর্পিত ও খাস জমি এবং গ্রামীন রাস্তাঘাট। আবাসন প্রকল্পটি বালি ফেলে ভরাট করে ফেলছে। আবাসন প্রকল্পের বালি ভরাটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। প্রতিবাদ করলেই হামলা মামলাসহ নানারকমভাবে কৃষকদের হয়রানী করা হচ্ছে। কৃষকরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পাচ্ছেনা।

 


রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ওই এলাকার বেশিরভাগ তিন ফসলি কৃষিজমি। কোন জমিতে শাকসবজি চাষ করা হয়েছে কোন জমিতে ধান চাষ করা হয়েছে আাবার কোন জমিতে লাউ ও সিমের মাচা। ফলনও হয়েছে বেশ। এরই মধ্যে আবাসন প্রকল্পের বালু ভরাট কাজ চলছে। কৃষকরা জানিয়েছে, জমির নাম মাত্র ওয়ারিশ ক্রয় করে কিংবা কিছু অংশ জমি ক্রয় করে আশপাশের জমি রাতের আধারে অবৈধভাবে দিনেরাতে বালি ভরাট কাজ চলছে। প্রতিবাদ করার কারো সাহস নেই নিরবে নির্বৃত্তে কৃষকরা কাঁদছে।

 


এ ব্যাপারে কৃষকরা উপায়ন্ত না পেয়ে ২০২২ সালে ১২ জন কৃষক হাইকোর্টে রিট পিটিশন মাললা দায়ের করে। মামলা নং ৯৫৭৯/২০২২ইং। হাইকোর্ট ২০২৩ সালের ১২ই মার্চ মেরিন সিটির সকল কার্যক্রম স্থিতি অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু মেরিন সিটি হাইকোর্টের দেয়া এই আদেশকে অমান্য করে কৃষকদের তিন ফসলি জমি জোড়পূর্বক ভরাট করছে। এছাড়া মেরিন সিটি কৃষকের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছে। শীতলক্ষ্যা নদীর তীর থেকে মেরিন সিটির প্রায় তিন কিলোমিটারজুড়ে বালি ভরাটের পাইপ বসানো হয়েছে। এক দিকে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্যদিকে পাইপ থেকে লিকেজ হয়ে ফসলি জমিতে বালি পড়ে স্তুপে পরিণত হচ্ছে। তাতে কৃষকরা মারাত্বকভাবে আর্থিক ক্ষতির সম্মূক্ষিন হচ্ছে।
দাউদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ক্ষতিগ্রস্থ কৃষক তমিজ উদ্দিন রাজ বলেন, জমি না কিনেই কৃষকদের জমি ভরাট করা হচ্ছে। মেরিন সিটি স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এখানে কৃষকরা দিন দিন অসহায় হয়ে পড়ছে।
কালনী এলাকার কৃষক সামসুদ্দিন ওরফে সূরুজ মিয়া বলেন, হিরনাল মৌজার তার ২৮ শতাংশ কৃষি জমি মেরিন সিটি অবৈধভাবে দখলে নিয়ে বালি ভরাট করছে। বালির সঙ্গে আসা পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
টেকদাসেরদিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী ও লোকমান হোসেন বলেন, স্থানীয় জন প্রতিনিধি, প্রভাবশালী ও মেরিন সিটির নিয়োজিত সন্ত্রাসীরা আবাসন প্রকল্পের পক্ষ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে।
মেরিন সিটির প্রকল্পপ রিচালক জহিরুল ইসলাম বলেন, আমাদের কেনা জমিতেই বালি ভরাট করছি।হাইকোর্টের নিষেধাজ্ঞা আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে ফোন কেটে দেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই। নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

নগরকান্দায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজ কার্যালয়কে বানিয়েছেন বাসস্থান

রূপগঞ্জে বালির নিচে চাপা পড়েছে কৃষকের স্বপ্ন

আপডেট সময় : 07:48:13 pm, Sunday, 19 March 2023

দৈনিক আজকের বাংলা ডেস্ক ।।

  • হাইকোর্টের আদেশকে অমান্য করে মেরিন সিটি  আবাসন প্রকল্প
  • আট মৌজার শত শত বিঘা কৃষি জমি রাতের আধারে বালি দিয়ে ভরাট 
  • কৃষি জমি, সরকারী খাল, অর্পিত , খাস জমি ও গ্রামীন রাস্তাঘাট জোড়পূর্বক বালি ভরাট 
  • কর্মহীন হয়ে পড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ
  • শতকরা ৮৫ শতাংশ মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কৃষি

অনিয়ম যেখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেখানে ন্যায়-অন্যায় বলে কিছু নেই। অবৈধ আবাসন কোম্পানীর বালির চাপায় নিঃস্ব হচ্ছে গরিব অসহায় মানুষের মাথা গোজার শেষ ঠিকানা। নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। এমনই নৈরাজ্য চালাচ্ছে রূপগঞ্জে মেরিন সিটি নামক আবাসন কোম্পানী । উপজেলার দাউদপুর ইউনিয়নের আটটি মৌজার শত শত বিঘা কৃষি জমি রাতের আধারে বালি ফেলছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট করে দখলে নিচ্ছে কোম্পানীটি। ভয়ে মুখ খুলতে পারছেনা ভূক্তভোগী কৃষকরা, আতঙ্কে কাটছে তাদের জীবন। প্রতিবাদ করলেই চলে মামলা হামলা, এমনকি প্রান নাশের হুমকী।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও, টেকদাসেরদিয়া, তিনওলোপ, কালনী, বড়আমদিয়া, বৈলদা, হিরনাল মৌজার শতকরা ৮৫ শতাংশ মানুষ জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কৃষি কাজ। একই জমিতে দুইবার ফসল হলে সারা বছরের ধানচালের জোগান হতো। বর্ষা এলে অনেক কৃষক কর্মহীন হলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। মেরিন সিটি নামক আবাসন কোম্পানীর বালি কেড়ে নিচ্ছে খেটে খাওয়া মানুষের কর্মস্থলের শেষ ঠিকানা। এক দিকে যেমন জমি হারাচ্ছে, আবার কর্মহীন হয়ে পড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকে আবার হারাচ্ছে বাপ-দাদার ভিটে মাটি।
হাইকোর্টের আদেশকে অমান্য করে মেরিন সিটি নামক আবাসন প্রকল্প। কৃষকদের জমিতে জোড়পূর্বক বালি ভরাট করছে। কৃষি জমি, সরকারী খাল, অর্পিত ও খাস জমি এবং গ্রামীন রাস্তাঘাট। আবাসন প্রকল্পটি বালি ফেলে ভরাট করে ফেলছে। আবাসন প্রকল্পের বালি ভরাটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। প্রতিবাদ করলেই হামলা মামলাসহ নানারকমভাবে কৃষকদের হয়রানী করা হচ্ছে। কৃষকরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পাচ্ছেনা।

 


রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ওই এলাকার বেশিরভাগ তিন ফসলি কৃষিজমি। কোন জমিতে শাকসবজি চাষ করা হয়েছে কোন জমিতে ধান চাষ করা হয়েছে আাবার কোন জমিতে লাউ ও সিমের মাচা। ফলনও হয়েছে বেশ। এরই মধ্যে আবাসন প্রকল্পের বালু ভরাট কাজ চলছে। কৃষকরা জানিয়েছে, জমির নাম মাত্র ওয়ারিশ ক্রয় করে কিংবা কিছু অংশ জমি ক্রয় করে আশপাশের জমি রাতের আধারে অবৈধভাবে দিনেরাতে বালি ভরাট কাজ চলছে। প্রতিবাদ করার কারো সাহস নেই নিরবে নির্বৃত্তে কৃষকরা কাঁদছে।

 


এ ব্যাপারে কৃষকরা উপায়ন্ত না পেয়ে ২০২২ সালে ১২ জন কৃষক হাইকোর্টে রিট পিটিশন মাললা দায়ের করে। মামলা নং ৯৫৭৯/২০২২ইং। হাইকোর্ট ২০২৩ সালের ১২ই মার্চ মেরিন সিটির সকল কার্যক্রম স্থিতি অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু মেরিন সিটি হাইকোর্টের দেয়া এই আদেশকে অমান্য করে কৃষকদের তিন ফসলি জমি জোড়পূর্বক ভরাট করছে। এছাড়া মেরিন সিটি কৃষকের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছে। শীতলক্ষ্যা নদীর তীর থেকে মেরিন সিটির প্রায় তিন কিলোমিটারজুড়ে বালি ভরাটের পাইপ বসানো হয়েছে। এক দিকে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্যদিকে পাইপ থেকে লিকেজ হয়ে ফসলি জমিতে বালি পড়ে স্তুপে পরিণত হচ্ছে। তাতে কৃষকরা মারাত্বকভাবে আর্থিক ক্ষতির সম্মূক্ষিন হচ্ছে।
দাউদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ক্ষতিগ্রস্থ কৃষক তমিজ উদ্দিন রাজ বলেন, জমি না কিনেই কৃষকদের জমি ভরাট করা হচ্ছে। মেরিন সিটি স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এখানে কৃষকরা দিন দিন অসহায় হয়ে পড়ছে।
কালনী এলাকার কৃষক সামসুদ্দিন ওরফে সূরুজ মিয়া বলেন, হিরনাল মৌজার তার ২৮ শতাংশ কৃষি জমি মেরিন সিটি অবৈধভাবে দখলে নিয়ে বালি ভরাট করছে। বালির সঙ্গে আসা পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
টেকদাসেরদিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী ও লোকমান হোসেন বলেন, স্থানীয় জন প্রতিনিধি, প্রভাবশালী ও মেরিন সিটির নিয়োজিত সন্ত্রাসীরা আবাসন প্রকল্পের পক্ষ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে।
মেরিন সিটির প্রকল্পপ রিচালক জহিরুল ইসলাম বলেন, আমাদের কেনা জমিতেই বালি ভরাট করছি।হাইকোর্টের নিষেধাজ্ঞা আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে ফোন কেটে দেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই। নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।