ধর্মপাশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের ৮৫ তম শুভ জম্ম দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জম্ম দিন উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তি যোদ্ধা এটিএম নাজিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোকারম হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বন পরিবেশ সম্পাদক দিলীপ মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট একরাম হোসেন, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, পাইকুরাটি ইউপি সভাপতি গোলাম মোস্তফা, ধর্মপাশা সদর ইউপি যুগ্ন সাধারণ সম্পাদক মো: সেলিম আহমদ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্টিত হয় এতে জাতীয় নেতা মরহুম আব্দুল সামাদ আজাদ ও আলহাজ্ব মতিউর রহমানের ৮৫ জম্ম দিনে দোয়া অনুষ্টিত হয় । পরে কেক কাটার মাধ্যমে শুভ জম্ম দিন পালিত হয়।