
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর মহানন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এরফান আলী (৭০)।
নিহতের পরিবারের আতœীয় স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে দলদলী ইউনিয়নের ময়ামারির পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে গোসল করতে নেমে আর বাড়িতে ফিরে আসেনি। ওইদিন পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। আজ বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর ঘাটের মহানন্দা নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের দাবি মৃগী রোগে (এপিলেপ্সি) দীর্ঘদিন ধরে ভুগছিলো।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমাস আলী সরকার জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।